Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksরূপ চর্চা Beauty Tips

কিভাবে বুঝবেন যে দেহে ভিটামিন C -র অভাব হচ্ছে? Common Symptoms of Vitamin C Deficiency

ভিটামিন C শরীরের বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় একটি অপরিহার্য পুষ্টি উপাদান। আমাদের দেহে প্রাকৃতিক ভাবে ভিটামিন C তৈরি হয় না, তাই আমাদের প্রয়োজনীয় ভিটামিন C আমরা খাবার থেকে সংগ্রহ করি। সাধারণত আমাদের দেহে ভিটামিন C-এর অভাব হয় না। তবে পর্যাপ্ত ভিটামিন C যুক্ত খাদ্য গ্রহণ না করলে বা পেটের রোগ, খাদ্য অ্যালার্জি, ডায়াবেটিস ইত্যাদি রোগে ভুগলে দেহে ভিটামিন C-এর অভাব হতে পারে। এই প্রতিবেদনে ভিটামিন C-এর অভাবজনিত লক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে।

ভিটামিন C-এর অভাবে ত্বক শুষ্ক হয়ে যায় ও বলিরেখা দেখা দিতে পারে। কোলাজেন উৎপাদনে ভিটামিন C গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোলাজেন হল এমন একটি প্রোটিন যা ত্বক, চুল, অস্থিসন্ধি, হাড় এবং রক্তনালী স্বাস্থ্য রক্ষা করে। দেহে ভিটামিন C-এর মাত্রা কম থাকলে ত্বক রুক্ষ হয়ে যায়, বিশেষ করে বাহু, উরু, নিতম্ব ইত্যাদি স্থানের ত্বক খসখসে হয়ে যায়। এছাড়া ভিটামিন C একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। ত্বকের বাইরের স্তরে প্রচুর পরিমাণ ভিটামিন C থাকার কারণে এটি ক্ষতিকর অতিবেগুনি রশির হাত থেকে রক্ষা করে। 

ভিটামিন C এর অভাবের অন্যতম লক্ষণ হল ক্লান্তি ও দুর্বলতা। দেহের কোষের মধ্যে শক্তি উৎপাদনে ভিটামিন C গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ভিটামিন C এর অভাব হলে পেশি দুর্বল হয়ে পড়ে ও আমরা ক্লান্ত বোধ করি।

ভিটামিন C কোলাজেনের উৎপাদন স্বাভাবিক রাখে। রক্তনালীর স্বাস্থ্য বজায় রাখার জন্য কোলাজেনের ভূমিকা উল্লেখযোগ্য। কোলাজেনের উৎপাদন ব্যাহত হলে রক্তনালী দুর্বল হয়ে ফেটে যেতে পারে, ফলে  ত্বকের নিচে রক্তপাত ঘটে ও কালশিটে দাগ সৃষ্টি হতে পারে।

অনেক সময় ত্বকের নিচে ছোট ছোট বিন্দুর মতো বেগুনি দাগ দেখা যায় বা ত্বকের বৃহৎ অংশ জুড়েও কালশিটে দাগ হতে পারে। ভিটামিন C এর অভাবের স্পষ্ট লক্ষণ হল এই ধরনের কালশিটে দাগ।

আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য ভিটামিন C-র ভূমিকা অপরিহার্য। গবেষণায় প্রমাণিত হয়েছে যে ভিটামিন C সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে ও রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করে। দেহে ভিটামিন C এর অভাব হলে সংক্রমণের ঝুঁকি বাড়ে ও সর্দি, কাশি এবং অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে।

ভিটামিন C এর অভাব হলে হাড়ের স্বাস্থ্যও প্রভাবিত হয়, হাড় দুর্বল হয়ে যেতে পারে। ভিটামিন C কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এই কোলাজেন হাড়ের বিকাশে সাহায্য করে ও হাড়ের স্বাস্থ্য রক্ষা করে। ভিটামিন C এর অভাব হলে হাড় ভাঙ্গার ঝুঁকি বাড়ে ও অস্টিওপেরোসিসের সম্ভাবনা বৃদ্ধি পায়। শিশুদের ক্ষেত্রে হাড়ের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন C।

দেহে ভিটামিন C এর অভাব হলে দেহের লোম ও চুল কোঁকড়া হতে পারে। এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। ভিটামিন C এর অভাবে লোম ও চুলের প্রোটিনে গঠনগত ত্রুটির কারণে লোম ও চুল কোঁকড়া হয়ে যায়। পায়ের লোমে এই ধরনের লক্ষণ বেশি দেখা যায়। পর্যাপ্ত পরিমাণ ভিটামিন C গ্রহণ করলে এক মাসের মধ্যে সমস্যা দূর হয়।

নখের আকৃতি চামচের মতো হলে এবং তার মধ্যে লাল দাগ দেখা গেলে সেটা ভিটামিন C এর অভাবের লক্ষণ হতে পারে। এক্ষেত্রে নখগুলি পাতলা হয়ে যায় ও সহজে ভেঙে যেতে পারে। দেহে ভিটামিন C এর অভাব হলে পৌষ্টিকতন্ত্রে আয়রনের শোষণ ব্যাহত হয় এবং এই ধরণের রোগ হতে পারে।

অস্থিসন্ধিগুলি কোলাজেন সমৃদ্ধ ও যোগ কলা দ্বারা তৈরি। ভিটামিন C কোলাজেন গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ভিটামিন C এর অভাবের কারণে কোলাজেন উৎপাদন ব্যাহত হলে অস্থিসন্ধিগুলির ক্ষতি হয় ও রক্তপাত হতে পারে। এর ফলে অস্থিসন্ধিগুলি ফুলে যায় ও অতিরিক্ত ব্যথা হয়। গবেষণায় দেখা গিয়েছে যে ভিটামিন C এর অভাবে অস্থিসন্ধির ক্ষতি হলে হাটতে সমস্যা হয় ও তীব্র ব্যথা হয়। ভিটামিন C সম্পূরক দিয়ে চিকিৎসা করলে খুব সহজেই সমস্যা মিটে যায়।

ভিটামিন C এর অভাবের আরেকটি সাধারণ লক্ষণ হল মাড়ি থেকে রক্ত পড়া। ভিটামিন C এর অভাব হলে মাড়ির টিসু দুর্বল হয়ে যায় এবং প্রদাহ সৃষ্টি করে, ফলে মাড়ি ফুলে যায় ও মাড়ি থেকে রক্তপাত হয়। এছাড়া ভিটামিন C-র গুরুতর অভাব হলে দাঁতের গোঁড়ার স্তর ডেন্টিন-এর (Dentin) ক্ষতি হয় ও দাঁত পড়ে যেতে পারে।

ভিটামিন C এর অভাব এবং আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া প্রায়শই একসাথে দেখা যায়। আয়রনের অভাবজনিত অ্যানিমিয়ার ক্ষেত্রে ক্লান্তি, ফ্যাকাসে ভাব, ব্যায়ামের সময় শ্বাসকষ্ট, শুষ্ক ত্বক, চুল পড়া, মাথাব্যথা ইত্যাদি রোগ লক্ষণ দেখা যায়। দেহে ভিটামিন C এর ঘাটতি হলে উদ্ভিজ্জ খাদ্য থেকে আয়রনের শোষণ কমে যায়, ফলে আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া দেখা দেয়। ভিটামিন C পৌষ্টিকতন্ত্রে আয়রনের শোষণ বৃদ্ধি করে, তাই দেহে আয়রনের অভাব হয় না। দীর্ঘসময় ধরে আয়রনের অভাবজনিত অ্যানিমিয়ার সমস্যা থাকলে দেহে ভিটামিন C এর মাত্রা পরীক্ষা করা দরকার।

healthline.com, healthdirect.gov.au, WebMD, msdmanuals.com etc.