Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রারোগ ও ব্যাধি Health Conditionসংবাদ News

শুষ্ক চোখ বা ড্রাই আই: কারণ, রোগ লক্ষণ ও চিকিৎসা। Dry Eye: Cause, Symptoms and Treatment.

শুষ্ক চোখ বা ড্রাই আই, বর্তমানে একটি জ্বলন্ত সমস্যা। চোখে জ্বালা পোড়া, লাল ভাব, চোখ কড় কড় করা, চুলকানি ইত্যাদি ড্রাই আই-এর লক্ষণ হতে পারে। এই প্রতিবেদনে শুষ্ক চোখ বা ড্রাই আই-এর কারণ, রোগ লক্ষণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়েছে।

শুষ্ক চোখ হল এমন একটি সমস্যা যেখানে চোখের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অশ্রু তৈরি হয় না বা অশ্রু দ্রুত শুকিয়ে যায়। চোখের মধ্যে অশ্রু থাকার কারণে আমরা বারে বারে পলক ফেলা সত্ত্বেও চোখে ঘর্ষণ লাগে না। অশ্রুর তিনটি স্তর চোখের পৃষ্ঠকে আবৃত করে পর্দা তৈরি করে, ফলে চোখের ত্বক মসৃণ ও আরামদায়ক হয়। কোনো কারণে অশ্রুর পরিমাণ কমে গেলে বা অশ্রুর গুণমান নষ্ট হলে বেশ কিছু অস্বস্তিকর উপসর্গ দেখা যায়।

শুষ্ক চোখ বা ড্রাই আই-এর কারণ: Causes of Dry Eye.

আমাদের চোখের পাতায় একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থে আছে। এগুলিকে মেইবোমিয়ান গ্রন্থি (Meibomian Gland) বলা হয়। এই গ্রন্থি গুলি থেকে বিশেষ ধরনের তৈলাক্ত তরল তৈরি হয়, যা চোখের মধ্যে থাকা অশ্রুর বাইরের স্তর হিসাবে কাজ করে। এই তরলটি খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়। এটি চোখের পৃষ্ঠকে মসৃণ রাখে ও অশ্রুকে শুকিয়ে যেতে দেয় না। চোখের সবচেয়ে বাইরের স্তর কনজাংটিভা থেকে অল্প পরিমাণে শ্লেষ্মা জাতীয় তরল ক্ষরিত হয় যা অশ্রু পর্দার তৃতীয় স্তর হিসাবে কাজ করে। এটি অশ্রুকে সমানভাবে ছড়িয়ে পড়তে সাহায্য করে। চোখের মধ্যে ক্রমাগত অশ্রু উৎপাদিত হয় এবং ব্যবহৃত অশ্রু একটি ছোট চ্যানেলের মাধ্যমে নাকের মধ্যে চলে যায়। চোখ সবসময় অশ্রু দ্বারা ভেজা থাকে, তাই আমাদের চোখ সুস্থ থাকে, আরামদায়ক থাকে।

বিভিন্ন ধরনের ড্রাই আই রোগ হতে পারে। আমাদের প্রতিটি চোখের উপরের বাইরের কোণে ল্যাক্রিমাল গ্রন্থি (Lacrimal Gland) থাকে। এই গ্রন্থি অশ্রু তৈরি করে। ল্যাক্রিমাল গ্রন্থিতে ইনফেকশন হলে বা প্রদাহ সৃষ্টি হলে পর্যাপ্ত অশ্রু তৈরি হয় না, ফলে ড্রাই আই-এর সমস্যা দেখা যেতে পারে। এছাড়া কিছু অটোইমিউন রোগে  এই সমস্যা হতে পারে।

ড্রাই আই রোগের অন্যতম প্রধান কারণ হল মেইবোমিয়ান গ্রন্থির কাজ না করা। মেইবোমিয়ান গ্রন্থি থেকে পর্যাপ্ত তৈলাক্ত পদার্থ উৎপন্ন না হলে চোখের অশ্রু দ্রুত বাষ্পীভূত হয় এবং শুষ্ক চোখের সমস্যা হতে পারে।

কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আগে আলোচ্য দুটি সমস্যা একসাথে থাকতে পারে। এক্ষেত্রে অশ্রু কম তৈরি হয় এবং তৈলাক্ত পদার্থও কম উৎপন্ন হয়।

ড্রাই আই বা শুষ্ক চোখের সমস্যা হলে, চোখে কোন কিছু বেড়িয়েছে বা চোখে বালি ঢুকেছে এমন মনে হতে পারে। চোখ জ্বালা করে, চোখ কড় কড় করে, চোখ থেকে শ্লেষ্মা বেরিয়ে আসে, দৃষ্টি ঝাপসা হয়ে যায়, চোখে আলো বেশি লাগে। এছাড়া চোখ জলে ভরে যায়, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, চোখ লাল হয়ে যেতে পারে বা চোখ চুলকাতে পারে।

ড্রাই আই রোগ নির্ণয় করার জন্য প্রথমে রোগের ইতিহাস জানা দরকার। আপনার চিকিৎসক চোখ পরীক্ষা করে দেখবেন এবং বেশ কিছু প্রশ্ন করবেন। পরিবারের অন্য কোন ব্যক্তির এই সমস্যা আছে কিনা বা বংশের অন্য কারো এই রোগ হয়েছে কিনা সেটা জানবেন। চোখে আঘাত লেগে থাকলে বা অ্যালার্জির সমস্যা থাকলে সেটা আপনার ডাক্তারকে জানান। চোখে কোনো অস্ত্রোপচার হলে বা অন্য কোন সমস্যা থাকলে সেটাও জানাতে হবে। কী কী ওষুধ ব্যবহার করছেন, ধূমপান করেন কিনা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো দরকার। এছাড়া প্রয়োজনে আপনার চিকিৎসক বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার কথা বলতে পারেন।

স্প্লিট ল্যাম্প পরীক্ষা ও শিমার-এর পরীক্ষার সাহায্যে চোখে অশ্রুর পরিমাণ পরীক্ষা করা হয়। টিয়ার ব্রেকআপ টাইম পরীক্ষার সাহায্যে চোখে তৈলাক্ত পদার্থের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা হয়। এছাড়া বেশ কিছু প্যাথোলজিক্যাল টেস্ট করার প্রয়োজন হতে পারে।

ড্রাই আই-এর চিকিৎসা রোগের তীব্রতার উপর নির্ভরশীল। চোখের আর্দ্রতা বৃদ্ধি করার জন্য বিশেষ ধরনের আই ড্রপ ব্যবহার করা হয়। এটি অনেকটা অশ্রুর মতো কাজ করে। চোখ থেকে যে নালি পথ দিয়ে অশ্রু বাইরে বেরিয়ে যায়, সেই নালি পথে বাধা সৃষ্টি করে ড্রাই আই-এর সমস্যা কমানো যেতে পারে। একটি বিশেষ ধরনের প্লাগ ব্যবহার করে এই কাজটি করা হয়। এছাড়া চিকিৎসকেরা বিভিন্ন ধরনের প্রদাহ বিরোধী ওষুধ ব্যবহার করে থাকেন। কখনও কখনও স্টেরয়েড জাতীয় ওষুধ বা অশ্রুর পরিমাণ বৃদ্ধিকারী ওষুধ ব্যবহার করা হয়। শুষ্ক চোখের সমস্যা জটিল হলে অপারেশন করার প্রয়োজন হতে পারে।

চোখে ড্রাই আই-এর সমস্যা থাকলে, ঘরের আর্দ্রতা বৃদ্ধি করলে উপকার পাওয়া যেতে পারে। আর্দ্রতা বৃদ্ধি করার জন্য হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। কন্টাক্ট লেন্স যত কম ব্যবহার করা যায় ততই ভালো। কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন কম দেখা উচিত। চোখ পরিষ্কার রাখার জন্য জল দিয়ে বারে বারে চোখ ধোয়া একেবারেই উচিত নয়। এই অভ্যাসের কারণে ড্রাই আই-এর সমস্যা সৃষ্টি হতে পারে। দূষণ-মুক্ত পরিবেশে বসবাস করলে এবং চশমা পড়ে থাকলে শুষ্ক চোখের সমস্যা কমে।

Mayo Clinic, WebMd, Healthline, Penn Medicine, Cleveland Clinic, National Eye Institute etc.