রক্ত পরীক্ষা Blood Testরোগ ও ব্যাধি Health Conditionল্যাব টেস্ট Lab Test

ফাসটিং  ব্লাড সুগার টেস্ট।(খালিপেটে রক্ত শর্করা পরীক্ষা) Blood Sugar Test: Fasting

ফাসটিং  ব্লাড সুগার টেস্ট। (খালিপেটে রক্ত শর্করা পরীক্ষা) Blood Sugar Test: Fasting

পৃথিবীতে যত গুলি খারাপ রোগ আছে তার মধ্যে অন্যতম হল ডায়াবেটিস অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে না পারলে, ধীরে ধীরে আমাদের সকল প্রধান প্রধান অঙ্গগুলিকে নষ্ট করে দেয়। তাই ডায়াবেটিস কে গুপ্ত ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রাথমিক ধাপ হল রক্তের সুগারের মাত্রা পরীক্ষা করা। সাধারণত প্রতিমাসে পরীক্ষা করতে হয়। ইনসুলিন নামক হরমোন গ্রহণ করলে প্রতিদিন রক্ত শর্করার মাত্রা পরীক্ষা করতে হয়।

ভূমিকা: Introduction:

আমাদের দেহের শক্তির চাহিদা পূরণ করতে প্রাথমিকভাবে গ্লুকোজ জাতীয় খাদ্য ব্যবহৃত হয়। আমাদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র কেবলমাত্র গ্লুকোজ কে ব্যবহার করতে পারে। একারণে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের অর্থাৎ সুগারের একটি নির্দিষ্ট মাত্রার সব সময় বজায় থাকে।

খাদ্যের মাধ্যমে আমরা যে সকল কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি। এই খাদ্য গুলি আমাদের পৌষ্টিকতন্ত্রে বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ পরিণত হয়। আমাদের অন্ত এই গ্লুকোজ অর্থাৎ সুগারকে শোষণ করে রক্তে পাঠায়। ইনসুলিন নামক হরমোন রক্ত শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।

কখন ফাস্টিং ব্লাড সুগার পরীক্ষা করা হয়? When to get tested Fasting Blood Sugar?

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন স্বাস্থ্য সংস্থা মতে, 45 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের, সাধারণত স্বাস্থ্য পরীক্ষা করার সময় রক্ত শর্করার অর্থাৎ ব্লাড সুগারের মাত্রা পরীক্ষা করা প্রয়োজন।

এছাড়া যাদের ওজন বেশি, যারা ফিজিক্যালি ইনঅ্যাকটিভ অর্থাৎ হাঁটাচলা ব্যায়াম ইত্যাদি করেন না, যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস রোগের ইতিহাস আছে অর্থাৎ নিকট আত্মীয়দের কারও ডায়াবেটিস হয়েছে, তাদের ব্লাড সুগার টেস্ট করা উচিত।

যে সকল মায়েরা স্বাভাবিক ওজনের থেকে বেশি ওজনের বাচ্চার জন্ম দিয়েছেন, যে সকল মহিলাদের পলিসিস্টিক ওভারি সিনড্রোম নামক রোগ আছে, তাদেরও ব্লাড সুগার পরীক্ষা করা উচিত।

যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ওষুধ খাচ্ছেন, যাদের রক্তে HDL অর্থাৎ ভাল কোলেস্টেরলের মাত্রা কম এবং ট্রাইগ্লিসারাইড এর মাত্রা বেশি, তাদের ব্লাড সুগার টেস্ট করা উচিত। এছাড়া যাদের কার্ডিওভাসকুলার ডিজিজ অর্থাৎ হার্টের রোগের সম্ভাবনা আছে তাদের ব্লাড সুগার পরীক্ষা করা উচিত।

ডায়াবেটিস রোগের কোন লক্ষণ দেখা গেলে ব্লাড সুগার পরীক্ষা করা উচিত। যেমন বারে বারে তৃষ্ণা পেলে, বারে বারে মূত্র ত্যাগ করলে, সহজেই ক্লান্ত হয়ে পড়লে, চোখের দৃষ্টি কমতে থাকলে অথবা ইনফেকশন ও ক্ষত সেরে উঠতে বেশি সময় লাগলে রক্ত শর্করা পরীক্ষা করা উচিত।

গর্ভবতী মায়েদের গর্ভধারণের 24 সপ্তাহ থেকে 28 সপ্তাহ মধ্যে ব্লাড সুগার পরীক্ষা করা হয়। গর্ভধারণের কারণেও ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস-যুক্ত রোগী গর্ভধারণ করলে গর্ভধারণের সময় ও সন্তানের জন্ম দেওয়ার পর বারে বারে ব্লাড সুগার টেস্ট করে সুগার নিয়ন্ত্রণে রাখতে হয়।

রক্ত শর্করা পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ: How is the blood sample collected for Fasting Blood Sugar Test?

পরীক্ষার জন্য রক্ত দেওয়ার আগে সাধারণত 8 থেকে 10 ঘণ্টা কোন খাদ্য গ্রহণ করা চলে না। কেবলমাত্র জল খাওয়া যেতে পারে। খাদ্য গ্রহণ না করে রক্ত শর্করার পরিমাপকে ফাস্টিং ব্লাড সুগার টেস্ট বলা হয়।

হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আঙুলে সূচ বিদ্ধ করেও রক্ত সংগ্রহ করা যেতে পারে। পোর্টেবল যন্ত্রে পরীক্ষা করার সময় আঙুলে সূচ বিদ্ধ করে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। পোর্টেবল যন্ত্র অপেক্ষা ল্যাবরেটরিতে টেস্ট করা ভাল।

ফাস্টিং (খালিপেটে) রক্ত শর্কারর স্বাভাবিক মাত্রা: Normal Level of Blood Sugar Fasting:

70 থেকে 99 মিলিগ্রাম/ডেসি লিটার (3.9 – 5.5 মিলি মোল /লিটার) এর মধ্যে থাকলে রক্ত শর্করার মাত্রা স্বাভাবিক আছে।

100 থেকে 125 মিলিগ্রাম/ডেসি লিটার (5.6 – 6.9 মিলি মোল/লিটার) এর মধ্যে থাকলে ডায়াবেটিস হতে চলেছে অর্থাৎ প্রিডায়াবেটিস।

126 মিলিগ্রাম/ডেসিলিটার (7.0 মিলি মোল/লিটার) বা তার বেশি থাকলে ডায়াবেটিস হয়েছে।

রক্ত-শর্করা পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা। Interpretation of blood glucose test results.

বলা হয় রক্তে সুগারের পরিমাণ বেশি থাকলে ডায়াবেটিস নামক রোগ হয়েছে বলে মনে করা হয়। তবে এটাও মনে রাখতে হবে যে বেশ কিছু রোগ বা শারীরিক অবস্থা আছে যেখানে রক্ত-শর্করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। একারণে ব্লাড সুগারের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে অন্যান্য ডায়াবেটিসের লক্ষণ গুলিও কে বিচার করে তবেই একজন ডাক্তার, কোন ব্যক্তির ডায়াবেটিস হয়েছে কিনা সেটা ঠিক করবেন।