ডিহাইড্রোটেস্টোস্টেরণ টেস্ট: Dihydrotestosterone (DHT) Test:
সেক্স ড্রাইভ বা যৌন মিলনের ইচ্ছা বৃদ্ধি করতে টেস্টোস্টেরনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল ডিহাইড্রোটেস্টোস্টেরণ হরমোন। যৌন মিলনের প্রথমেই কেউ অতিমাত্রায় সক্রিয় হতে পারে না। সেক্স ড্রাইভে পারদর্শী হতে একটু সময় লাগে। কেন এমন হয় তার কারণ খুঁজে পেয়েছেন হাবার্ড মেডিকেল স্কুলের বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা গিয়েছে যে, যারা ঘন ঘন যৌন মিলনে অংশ নেয়, তাদের দেহে ডিহাইড্রোটেস্টোস্টেরণ পরিমাণ বৃদ্ধি পায়। আবার দেহে পর্যাপ্ত পরিমাণ ডিহাইড্রোটেস্টোস্টেরণ উৎপন্ন হলে যৌন মিলনের ইচ্ছা বাড়ে। অর্থাৎ যৌন মিলনই যৌন মিলনের ইচ্ছেকে বাড়িয়ে তোলে এবং বারে বারে মিলিত হতে সাহায্য করে।
Read More