রক্ত পরীক্ষা Blood Testসংবাদ News

রক্তের ক্রিয়েটনিন টেস্ট। Blood for Creatinine Test.

রক্তের ক্রিয়েটনিন টেস্ট। Blood for Creatinine Test.

রক্তের ক্রিয়েটনিন টেস্টের Serum for Creatinine Test সাহায্যে বৃক্ক অর্থাৎ কিডনি Kidney সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। 

ক্রিয়েটিনিন টেস্ট কী? What is Creatinine Blood Test?

ক্রিয়েটিনিন Creatinine টেস্ট হল আমাদের দেহের বিপাকজাত দূষিত পদার্থ। এই দূষিত ক্রিয়েটিনিনকে, আমাদের বৃক্ক অর্থাৎ কিডনি শরীরের বাইরে নির্গত করে। বৃক্কের কার্যকারিতায় কোন সমস্যা থাকলে দেহের মধ্যে ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পায় এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা পরীক্ষা করে বৃক্ক অর্থাৎ কিডনির স্বাস্থ্য Kidney Health সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। মুত্রে  উপস্থিত ক্রিয়েটিনিন পরীক্ষা Urine Creatinine Test  করেও স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়।

 

কখন ক্রিয়েটিনিন পরীক্ষা করা হয়? When is creatinine tested?

স্বাস্থ্য সম্পর্কে সাধারণ ধারণা পাওয়ার জন্য অর্থাৎ জেনারেল হেলথ চেকআপ General Health Checkup করার সময় এই টেস্ট করা হয়। যেকোন ধরনের অসুস্থতায় ক্রিয়েটিনিন টেস্ট করার প্রয়োজন হতে পারে। এছাড়া আপনার ডাক্তার যদি মনে করে যে আপনার বৃক্ক অর্থাৎ কিডনি ঠিকমত কাজ করছে না Malfunction of Kidney অথবা অথবা বৃক্ক ঘটিত রোগের Kidney Disease কোনো লক্ষণ দেখা যাচ্ছে, সে ক্ষেত্রে ক্রিয়েটিনিন টেস্ট করার প্রয়োজন হয়। 

বৃক্ক ঘটিত রোগের লক্ষণ। Symptoms of kidney disease.

বৃক্কের রোগের লক্ষণগুলি হল, ক্লান্ত হয়েপড়া, মনোযোগের অভাব, হজমে সমস্যা, ঘুমের সমস্যা, বিভিন্ন অঙ্গ ফুলে ওঠা বিশেষ করে মুখমন্ডল, চোখের চারিপাশ, কব্জি, পেট, থাই, গোড়ালি ইত্যাদি ফুলে উঠা। এছাড়া ফ্যানার মতো রক্ত মিশ্রিত বাদামী মূত্রত্যাগ, মূত্রের পরিমাণ কম হওয়া, মূত্রত্যাগের সমস্যা জ্বালা, বারে বারে অল্প পরিমাণে মূত্রত্যাগ, কোমর ও পিঠে ব্যথা, বিশেষ করে যে স্থানে বৃক্ক অবস্থান করে সেখানে ব্যথা, রক্তচাপ বৃদ্ধি পাওয়া ইত্যাদিও বৃক্ক ঘটিত রোগের লক্ষণ। আর এই রোগলক্ষণগুলি দেখা গেলে অবশ্যই ক্রিয়েটিনিন পরীক্ষা করা প্রয়োজন। রক্তের ইউরিয়া পরীক্ষা Urea Test করার সময়ও ক্রিয়েটিনিন পরীক্ষা করা হয়। মূত্রে অ্যালবুমিন নামক প্রোটিন পাওয়া গেলেও ক্রিয়েটিনিন টেস্ট করা দরকার। সিটি স্ক্যান CT Scan করার আগে এবং পরে, কিছু বিশেষ ওষুধ আছে যা সেবন করার পর, ক্রিয়েটিনিন টেস্ট করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া হয়। ডায়ালিসিস Dialysis করার আগে ও পরে ক্রিয়েটিনিন টেস্ট করে দেখে নেওয়া হয় রোগীর শারীরিক অবস্থার কতটা উন্নতি হলো। 

ক্রিয়েটিনিন পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ । Collection of blood sample for creatinine test.

সাধারণত হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। বহুতে একটি রাবার ব্যান্ড বাঁধা হয় এবং সিরিঞ্জের Syringe সাহায্যে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আঙুলের সূচিবদ্ধ করে রক্তের নমুনা সংগ্রহ করা হয় না। মুত্রের মধ্যে ক্রিয়েটিনিন পরীক্ষা Creatinine Test করার জন্য 24 ঘন্টায় মোট যতটা মূত্র ত্যাগ করা হয়, সেটি একটি বড় প্লাস্টিকের পাত্রের মধ্যে ধারণ করে সংগ্রহ করতে হয় এবং এই মূত্র যাতে নষ্ট না হয় তার জন্য রেফ্রিজারেটরের মধ্যে সঞ্চয় করে রাখা হয়। পরীক্ষার সময় পাত্রে সংগ্রহকরা মুত্র থেকে অল্প একটু মুত্র ব্যবহার করা হয়।

ক্রিয়েটিনিন টেস্টের প্রস্তুতি। Creatinine test preparation.

রক্ত সংগ্রহ করার আগে 10 থেকে 12 ঘন্টা অনাহারে Fasting থাকতে হয়। কোন খাদ্য বা পানীয় গ্রহণ করা চলে না। খাদ্য বা পানীয় গ্রহণ করলে ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পায়। স্বাভাবিক শারীরিক কসরত করার পর রক্ত পরীক্ষা করলে,  ক্রিয়েটনিনের মাত্রার তেমন কোনো পরিবর্তন হয় না, কিন্তু অতিরিক্ত শারীরিক কসরত করার পর অর্থাৎ ওজন নিয়ে ব্যায়াম করার পর বা কোন ভারি কাজ করার পর, ক্রিয়েটিনিন টেস্ট করা উচিত নয়। নিয়মিত কি কি ওষুধ সেবন করছেন, সেটা আপনার ডাক্তার এবং ল্যাবরেটরীতে Pathological Laboratory জানান। কিছু ওষুধ এবং অতিরিক্ত প্রোটিন জাতীয় খাদ্য, পরীক্ষার ফলাফল কে প্রভাবিত করতে পারে। এক্ষেত্রে সাধারণত ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি করে। 

রক্তে ক্রিটিনের স্বাভাবিক মাত্রা। Normal levels of creatinine in the blood.

পুরুষদের ক্ষেত্রে, For male,

0.6 মিলিগ্রাম/ডেসিলেটার থেকে 1.2 মিলিগ্রাম/ডেসিলিটার। 

মহিলাদের ক্ষেত্রে, For Female,

0.5 মিলিগ্রাম/ডেসিলিটার থেকে 1.1 মিলিগ্রাম/ডেসিলিটার।

রিপোর্ট লেখা স্বাভাবিক মান বা নরমাল রেঞ্জ মেনে চলা সবথেকে ভালো। পরীক্ষা পদ্ধতি অনুসারে স্বাভাবিক মাত্রা সামান্য পরিবর্তনশীল। 

পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা। Interpretation of test results.

স্বাভাবিক অপেক্ষা ক্রিয়েটিনিনের মাত্রা বেশি হলে বুঝতে হবে যে, বৃক্ক রোগগ্রস্ত হয়ে পড়েছে। বৃক্কের মধ্যে থাকা রক্তনালী ফুলে ওঠা অর্থাৎ গ্লোমারুলো নেফ্রাইটিস Glomerulonephritis রোগে, বৃক্কে ব্যাকটেরিয়ার আক্রমণে বৃক্কের ক্ষতি হলে বা ওষুধের দ্বারা বৃক্কের নালীর কোষের মৃত্যু হলে, বৃক্কের মধ্যে পাথর বা স্টোন হলে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন Urinary Tract Infection বা মুত্র নালীর সংক্রমণ ইত্যাদি ক্ষেত্রে ক্রিয়েটিনের মাত্রা বৃদ্ধি পায়। এছাড়া প্রস্টেট গ্রন্থি Prostate Gland রোগাক্রান্ত হলে, শরীরের মধ্যে জলের অভাব হলে, হার্ট ফেলিওর হলে, বিদ্যুতের শক লাগলে, ডায়াবেটিস থেকে কোন সমস্যা হলে, ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পায়। শরীরে আঘাত লাগলেও ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পায়। গর্ভধারণ করলে মহিলাদের স্বাভাবিকভাবেই ক্রেটিনিনের মাত্রা বৃদ্ধি পায়। 

কিছু ক্ষেত্রে ক্রিয়েটিনিনের মান স্বাভাবিক অপেক্ষা কম হতে পারে। শরীরে মাংসপেশীর পরিমাণ কম থাকলে ক্রিয়েটিনিনের মাত্রা কম হয়। যেমন বয়স বৃদ্ধির সাথে সাথে দেহে মাংসপেশির পরিমাণ হ্রাস পায় এবং এর সাথে সাথে ক্রিয়েটিনিনের উৎপাদনও কমে যায়। অপুষ্টির কারণে মায়াস্থেনিয়া গ্রাভিস এবং মাসকুলার

ডিসট্রফি নামক রোগেও ক্রিয়েটিনিনের পরিমাণ কমে যায়। মাত্রাতিরিক্ত ওজন কমিয়ে ফেললেও ক্রিয়েটিনিনের মাত্রা কমে যায়। 

ক্রিয়েটিনিন টেস্টের অন্যান্য ব্যবহার। Other Uses of Creatinine Test.

গ্লোমারুলার ফিলট্রেশন রেট Glomerular Filtration Rate (GFR) Test পরীক্ষা করার জন্য ক্রিয়েটিনিনের মাত্রা ব্যবহার করা হয়। রক্ত এবং মূত্রের ক্রিয়েটিনিনের পরিমাণ পরীক্ষা করে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টের Creatinine Clearance Test ফলাফলের নির্ণয় করা হয়। এছাড়া মূত্রের অ্যালবুমিন ও ক্রিয়েটিনিনের অনুপাত Albumin Creatinine Ratio পরীক্ষা করার জন্যও ব্যবহার করা হয়। আলবুমিন ক্রিয়েটিনিনের অনুপাত, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যুক্ত রোগীদের ক্ষেত্রে, রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।