28 কোটি টাকা দামের ওষুধ হিমজেনিক্স। Why is hemgenix so expensive?
28 কোটি টাকা দামের ওষুধ হিমজেনিক্স।
এক ডোজ ওষুধের দাম প্রায় 28 কোটি টাকা। বিশ্বের সবচেয়ে দামি ওষুধটি, হিমোফিলিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। হিমোফিলিয়া হল রক্ত জমাট বাঁধার সমস্যা জনিত একটি রোগ। এই রোগে রোগীর রক্ত জমাট বাঁধে না, বা জমাট বাঁধতে অনেক বেশী সময় লাগে। ফলে, কোন কারণে কেটে গেলে বা অপারেশন করার সময়, রক্তপাত বন্ধ হতে চায় না। এ ক্ষেত্রে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।হিমজেনিক্স নামক জিন থেরাপির এই ওষুধটি তৈরি করেছে CSL Behring’s নামক বায়োটেক কোম্পানি। উত্তরাধিকার সূত্রে পাওয়া বংশগত রোগে রোগীর দেহে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় Factor IX নামক বিশেষ ধরনের প্রোটিন উৎপাদিত হয় না। এতদিন পর্যন্ত এই রোগের চিকিৎসা করার জন্য Factor IX নামক প্রোটিনকে সপ্তাহে বেশ কয়েকবার ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করতে হতো। বর্তমানে আবিষ্কৃত হিমজেনিক্স নামক ওষুধটি মাত্র এক ডোজ ব্যবহার করলে সারা জীবনের মতো এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।
