রক্ত পরীক্ষা Blood Testরোগ ও ব্যাধি Health Conditionল্যাব টেস্ট Lab Test

ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ (LDH) টেস্ট: Lactate Dehydrogenase (LDH) Test / LD Test / Lactic Acid Dehydrogenase:

ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ (LDH) টেস্ট: Lactate Dehydrogenase (LDH) Test / LD Test / Lactic Acid Dehydrogenase:

ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ (LDH) টেস্ট হল এমন একটি পরীক্ষা, যার সাহায্যে দেহের কোষ এবং টিসুর ক্ষতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। সুস্থ স্বাভাবিক অবস্থায় শরীরে কিছু পরিমাণ ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ (LDH) থাকে। কিন্তু দেহে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজের পরিমাণ স্বাভাবিক অপেক্ষা বৃদ্ধি পেলে, সেটা কোন রোগ বা অসুস্থতার সাথে যুক্ত। এই প্রতিবেদনে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ টেস্ট কী? What is Lactate Dehydrogenase Test?

এটি হল এক প্রকার উৎসেচক। শর্করা থেকে শক্তি উৎপাদন করার সময় ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ প্রয়োজন হয়। দেহের বিভিন্ন অঙ্গে ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ উপস্থিত থাকে। লিভার, হৃৎপিণ্ড, অগ্ন্যাশয়, কিডনি, পেশী, লসিকা কলা এবং রক্ত কণিকার মধ্যে LDH অর্থাৎ ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ উপস্থিত থাকে।

দেহের কোন অংশে আঘাত লাগলে বা দেহকোষ ক্ষতিগ্রস্ত হলে, রক্তে LDH এর মাত্রা বৃদ্ধি ঘটে। অর্থাৎ রক্তে LDH এর মাত্রা বৃদ্ধি পেলে বুঝতে হবে যে, দেহে তীব্র বা দীর্ঘস্থায়ী কোন ক্ষতি হয়েছে। তবে কী কারণে ক্ষতি হয়েছে সেটা জানতে আরও কিছু পরীক্ষা করা প্রয়োজন।

কখন ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ টেস্ট করা প্রয়োজন? When to get tested for Lactate Dehydrogenase?

স্বাস্থ্য সম্পর্কে সাধারণ ধারণা পাওয়ার সময় দেহে কোন ইনফেকশন বা প্রদাহ আছে কিনা জানার জন্য এই টেস্ট করা হয়। আপনার চিকিৎসক যদি মনে করেন যে, আপনার দেহের কোন অঙ্গের বা কলাকোষের ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে এই টেস্ট করতে দিতে পারেন। দেহে হঠাৎ করে কোন গুরুতর সমস্যা সৃষ্টি হলে, কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দিলে বা হিমোলাইসিস হলে অর্থাৎ রক্তকণিকা ভেঙে গেলে LDH টেস্ট করা হয়।

হেপাটাইটিস, অ্যানিমিয়া ইত্যাদি দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হলে, চিকিৎসার অগ্রগতি পরীক্ষা করার জন্য ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ টেস্ট করা হয়।

যেকোনো ধরনের ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে, রোগের তীব্রতা কী পর্যায়ে আছে সেটা জানার জন্য LDH টেস্ট করা হয়। ক্যান্সারের চিকিৎসা করার পর চিকিৎসায় কতটা উপকার হল, সেটা সম্পর্কে ধারণা পেতেও এই টেস্ট করা হয়।

LDH পরীক্ষার প্রস্তুতি: Lactate Dehydrogenase Test Preparation:

বিশেষ কোন প্রস্তুতির প্রয়োজন হয় না। খালি পেটে বা ভর্তি পেতে রক্তের নমুনা দেওয়া যায়। কিন্তু অন্য কোন বডি ফ্লুইড যেমন সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, প্লুরাল ফ্লুইড ইত্যাদি থেকে টেস্ট করতে হলে, বিশেষ প্রস্তুতির প্রয়োজন হতে পারে। সর্বদা আপনার ডাক্তার ও ল্যাবরেটরি দ্বারা প্রদত্ত নির্দেশ মেনে চলুন।

LDH পরীক্ষার জন্য রক্তে নমুনা সংগ্রহ: Collection of Blood for Lactate Dehydrogenase Test:

সাধারণত হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। প্রথমে বাহুতে একটি রাবার ব্যান্ড বাধা হয়, এর ফলে হাতের শিরা স্পষ্ট ভাবে দেখা যায়। সূচ বিদ্ধ করার জন্য ত্বক অ্যান্টিসেপটিক লোশন তারা জীবাণুমুক্ত করা হয়। এবার সুচ-বিদ্ধ করে সিরিঞ্জের সাহায্যে অল্প পরিমাণ রক্ত সংগ্রহ করা হয়। সাধারণত একজন ল্যাব টেকনিশিয়ান বা নার্স এই কাজটি সম্পাদন করেন।

রক্ত ছাড়া অন্যান্য দেহ তরল যেমন সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, প্লুরাল ফ্লুইড এবং পেরিটোনিয়াল ফ্লুইড সংগ্রহ করেও এই টেস্ট করা যেতে পারে।

রক্ত সংগ্রহ করার সময় তেমন কোনও বিপদের সম্ভাবনা নেই। সুচ বিদ্ধ করা স্থানে সামান্য ব্যথা হতে পারে এবং ত্বকের নিচে রক্ত জমে হেমাটোমা হতে পারে। তবে সাধারণত এসব কিছু হয় না।

ল্যাকটেট ডিহাইড্রোজিনেজের (LDH) স্বাভাবিক মাত্রা: Normal Lactate Dehydrogenase Ranges:

LDH এর স্বাভাবিক মাত্রা, পরীক্ষা পদ্ধতি ও বয়স অনুসারে পরিবর্তনশীল। সাধারণত পূর্ণবয়স্ক অপেক্ষা শিশুদের দেহে LDH এর মাত্রা বেশি থাকে। একারণে, রিপোর্টে লেখা নরমাল লেভেল মেনে চলা সবথেকে ভাল।

বয়স (Age)                    স্বাভাবিক LDH মাত্রা (Normal LDH Level)

0 – 10 দিন                     290 – 2000 U/L

10 দিন – 2 বছর              180 – 430 U/L

2 – 12 বছর                     110 – 295 U/L

12 বছরের বেশি বয়সী

ব্যক্তিদের                        100 – 190 U/L

LDH পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা:What do the Lactate Dehydrogenase Test Result mean?

LDH এর উচ্চমাত্রা: High Lactate Dehydrogenase Levels:

দেহে কোন ইনফেকশন হলে যেমন কোভিড 19, মেনিনজাইটিস ইত্যাদি রোগে LDH এর মাত্রা বৃদ্ধি ঘটে। হার্ট অ্যাটাক হলে, রক্তকণিকা ভেঙ্গে গিয়ে হিমালাইটিক অ্যানিমিয়া হলে, স্ট্রোক হলে, মাসলে আঘাত লাগলে দেহে LDH এর মাত্রা বৃদ্ধি পায়। ক্যান্সার, প্যানক্রিয়াটাইটিস বা লিভারের রোগে LDH বৃদ্ধি পায়। যেহেতু LDH কোন নির্দিষ্ট রোগ সনাক্তকারী পরীক্ষা নয়, তাই LDH এর মাত্রা বৃদ্ধি পেলে আরও কিছু টেস্ট করে রোগ সনাক্ত করা হয়।

LDH এর কম মাত্রা: Low Lactate Dehydrogenase Levels:

সাধারণত LDH এর মাত্রা কম হয় না। কম হলেও এটা তেমন কোন জটিল সমস্যা বলে মনে করা হয় না। তবে LDH এর মাত্রা অত্যধিক কম হলে, সেটা LDH ডেফিসিয়েন্সি নামক জেনেটিক রোগের কারণে হতে পারে। এক্ষেত্রে দেহে শক্তি উৎপাদন ব্যাহত হতে পারে। ক্লান্তি, পেশিতে ব্যথা ইত্যাদি রোগ-লক্ষণ দেখা যেতে পারে। অত্যধিক মাত্রায় ভিটামিন C গ্রহণ করলেও LDH এর মাত্রা কম হয়।

গর্ভাবস্থায় LDH এর মাত্রা: Lactate Dehydrogenase during Pregnancy:

গর্ভাবস্থায় LDH এর মাত্রা বৃদ্ধি পেলে সেটা প্রিক্ল্যাম্পসিয়া নামক জটিল রোগের কারণে হতে পারে। এই অবস্থা মা ও ভ্রূণের জন্য বিপদজনক। প্রিক্ল্যাম্পসিয়া রোগে কিডনির ও প্লাসেণ্টার ক্ষতি হয়, রক্তচাপ বেড়ে যায় এবং LDH এর মাত্রাও বৃদ্ধি পায়।