লাইপেজ পরীক্ষা: উদ্দেশ্য, পদ্ধতি ও ফলাফল। Lipase Test: Purpose, Procedure and Resut.
লাইপেজ পরীক্ষা: উদ্দেশ্য, পদ্ধতি ও ফলাফল। Lipase Test: Purpose, Procedure and Resut.
খাদ্য হজম করার প্রয়োজনে অগ্ন্যাশয় গ্রন্থি থেকে লাইপেজ নামক উৎসেচক ক্ষরিত হয়। এই উৎসেচক বা এনজাইম অন্ত্রের মধ্যে চর্বি হজম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কখন এবং কেন লাইপেজ টেস্ট করা প্রয়োজন, সেটাই হল এই প্রতিবেদনের আলোচনার বিষয়।
লাইপেজ পরীক্ষা কী? What is a Lipase Test?
লাইপেজ পরীক্ষার সাহায্যে রক্তে লাইপেজ এনজাইমের পরিমাণ পরীক্ষা করা হয়। পরিপাক স্বাভাবিক রাখতে এবং দেহের কাজ স্বাভাবিক রাখতে নির্দিষ্ট মাত্রায় লাইপেজ প্রয়োজন। অগ্ন্যাশয় গ্রন্থিতে প্রদাহ সৃষ্টি হলে বা ইনফেকশন হলে দেহে লাইপেজের পরিমাণ বৃদ্ধি পায়।
কখন লাইপেজ টেস্ট করা দরকার? When to get tested Lipase?
বেশ কিছু রোগ লক্ষণ দেখে আপনার চিকিৎসক লাইপেজ টেস্ট করার পরামর্শ দিতে পারেন। উপসর্গগুলি হল; জ্বর, চর্বিযুক্ত মল, বমি বমি ভাব, উপরের পেটে তীব্র ব্যথা, পালস বৃদ্ধি হওয়া ইত্যাদি। এছাড়া ওজন কমে যাওয়া, ক্ষুধামন্দা, পিঠে ব্যথা ইত্যাদি রোগ লক্ষণ দেখা গেলেও লাইপেজ টেস্ট করার প্রয়োজন হয়।
বেশ কিছু শারীরিক সমস্যা যেমন; তীব্র প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্ন্যাশয় ফুলে যাওয়া, অগ্ন্যাশয় প্রদাহ সৃষ্টি হওয়া ইত্যাদি রোগে লাইপেজ টেস্ট করতে হয়। সিলিয়াক ডিজিজ নামক রোগে অর্থাৎ গ্রুটেন অ্যালার্জি-জনিত পৌষ্টিকতন্ত্রের রোগে লাইপেজ টেস্ট করার দরকার হয়। এছাড়া অগ্ন্যাশয় গ্রন্থিতে সিস্ট হলে বা পৌষ্টিকতন্ত্রে প্রদাহ হলে লাইপেজ টেস্ট করা প্রয়োজন। গলব্লাডারে পাথর হলেও এই টেস্ট করতে হয়।
লাইপেজ পরীক্ষার প্রস্তুতি: Preparation for Lipase Test:
তেমন কোনও বিশেষ প্রস্তুতির প্রয়োজন হয় না। তবে পরীক্ষার জন্য রক্ত দেওয়ার আগে 8 থেকে 12 ঘণ্টা উপবাস করতে হয়। কোন খাদ্য গ্রহণ করা চলে না। জল ছাড়া অন্য কোন পানীয় পান করা নিষেধ।
কোন ওষুধ বা সম্পূরক গ্রহণ করলে ল্যাবরেটরিতে ও আপনার চিকিৎসককে জানান। আপনার ডাক্তার বেশ কিছু ওষুধ বন্ধ রাখার পরামর্শ দিতে পারেন।
লাইপেজ পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ: Collection of blood sample for Lipase Test.
সাধারণত হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আঙ্গুলের সূচ বিদ্ধ করে রক্ত সংগ্রহ করা হয় না। একজন টেকনিশিয়ান বাহুতে একটি রাবার ব্যান্ড বেঁধে দেন। এর ফলে শিরার রক্ত জমা হয় ও শিরা ফুলে ওঠে। এরপর অ্যালকোহলের সাহায্যে ত্বক জীবাণুমুক্ত করা হয়। এবার শিরার মধ্যে সূচ বিদ্ধ করে সিরিঞ্জের সাহায্যে রক্ত সংগ্রহ করা হয়। সম্পূর্ণ প্রক্রিয়াটি মাত্র পাঁচ মিনিটের মধ্যে সম্পন্ন হয়। রক্ত সংগ্রহ করার সময় তেমন কোন বিপদের সম্ভাবনা নেই। সূচ বিদ্ধ করা স্থানে সামান্য ব্যথা হতে পারে বা ত্বকের নিচে রক্ত জমে হেমাটোমা হতে পারে।
লাইপেজ পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা: What do the Lipase Test Result mean?
রক্তে লাইপেজের পরিমাণ বয়স, লিঙ্গ, স্বাস্থ্য ও পরীক্ষা পদ্ধতি ইত্যাদির উপর নির্ভরশীল। ল্যাবরেটরি অনুসারে লাইপেজ পরীক্ষার স্বাভাবিক মাত্রা পরিবর্তনশীল। একারণে, রিপোর্টে লেখা নরমাল লেভেল মেনে চলা সবথেকে ভালো।
60 বছরের কম বয়সী ব্যক্তিদের লাইপেজের স্বাভাবিক মাত্রা হল;
10 – 140 U/L (ইউনিট প্রতি লিটার)
60 বছরের বেশি বয়সী ব্যক্তিদের লাইপেজের স্বাভাবিক মাত্রা হল;
24 – 151 U/L (ইউনিট প্রতি লিটার)
লাইপেজের উচ্চ মাত্রা: Higher than normal Lipase range:
রক্তে লাইপেজের মাত্রা বেশি মানে অগ্ন্যাশয় থেকে লাইপেজ, পৌষ্টিকতন্ত্রের প্রবাহিত হতে পারছে না। এটা হতে পারে, পিত্ত-থলিতে পাথর হলে, অন্ত্রে কোন বাধার সৃষ্টি হলে বা অটো ইমিউন রোগে পৌষ্টিক তন্ত্রের ক্ষতি হলে। গ্রুটেন যুক্ত খাদ্য থেকে হওয়া অ্যালার্জির কারণে অন্ত্রের ক্ষতি হলে, পাকস্থলীতে আলসার হলে, পরিপাকতন্ত্রে সংক্রমণ বা প্রদাহ হলে, রক্তে লাইপেজের মাত্রা বেশি হয়। তবে অগ্ন্যাশয় অসুস্থ হলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে লাইপেজের মাত্রা বৃদ্ধি ঘটে। অগ্ন্যাশয় সংক্রমণ হলে, ক্যান্সার হলে, লাইপেজের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়া গলব্লাডারে সিস্ট হলে, লিভারে সিরোসিস হলে, কিডনি অসুস্থ হলে, লাইপেজের মাত্রা বৃদ্ধি ঘটে। বেশ কিছু ওষুধ আছে যা সেবন করলে লাইপেজ বাড়ে।
লাইপেজের কম মাত্রা: Lower than normal Lipase range:
ধারাবাহিকভাবে লাইপেজের মাত্রা কম থাকলে বা প্রতি লিটারে 10 ইউনিটের কম থাকলে সেটাও অস্বাভাবিক। অগ্ন্যাশয়কে প্রভাবিত করতে পারে এমন কোন রোগ উপস্থিত থাকলে এইরকম ফলাফল দেখা যায়। লাইপেজের মাত্রা কম হতে পারে, সিস্টিক ফাইব্রোসিস নামক রোগে। এই রোগে পৌষ্টিকতন্ত্রের শ্লেষ্মা উৎপাদনকারী কোষ ও পাচক রস উৎপাদনকারী কোষের ক্ষতি হয়, এমনকি ফুসফুস ও অন্যান্য অঙ্গেরও ক্ষতি হতে পারে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে, প্যানক্রিয়াস অর্থাৎ অগ্ন্যাশয় গ্রন্থিতে ক্যালসিয়াম জমলে বা ফাইব্রোসিস হলে রক্তে লাইপেজের পরিমাণ কম হতে পারে।