রক্ত পরীক্ষা Blood Testরোগ ও ব্যাধি Health Condition

স্ক্রাব টাইফাস: রোগ লক্ষণ, রোগ নির্ণয় এবং চিকিৎসা। Scrub Typhus: Symptoms, Diagnosis & Treatment:

স্ক্রাব টাইফাস: রোগ লক্ষণ, রোগ নির্ণয় এবং চিকিৎসা। Scrub Typhus: Symptoms, Diagnosis & Treatment:

স্ক্রাব টাইফাস, যার অপর নাম বুশ টাইফাস অর্থাৎ ঝোপঝাড় থেকে হওয়া টাইফাস নামক জ্বর। Orientia tsutsugamushi নামক ব্যাকটেরিয়া আক্রমণে এই ভয়ানক জ্বর হয়। চিগার মাইট Chigger Mite নামক এক ধরনের মাকড়ের দ্বারা এই রোগ ছড়িয়ে পড়ে। অর্থাৎ চিগার মাইট এই রোগের জীবাণুর বাহক।

 

স্ক্রাব টাইফাস রোগ লক্ষণ: Sign and Symptoms of Scrub Typhus:

• স্ক্রাব টাইফাসের ব্যাকটেরিয়া বহনকারী চিগার মাইটের কামড়ের 6 থেকে 24 দিনের মধ্যে যে লক্ষণ গুলি দেখা যায় সেগুলি হল:
• জ্বর আসা অর্থাৎ শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়।
• মাথা ব্যথা হওয়া।
• শরীরের বিভিন্ন মাংসপেশিতে ব্যথা হওয়া।
• হাড়ের সন্ধিতে অর্থাৎ জয়েন্টে ব্যথা।
• যে স্থানে চিগার মাইট কামড়েছে, সেই স্থানটি কালো হয়ে যায়।
• মানসিক সমস্যা, ভাবনা-চিন্তায় সমস্যা থেকে কোমায় চলে যাওয়া পর্যন্ত হতে পারে।
• লসিকা গ্রন্থি গুলি ফুলে ওঠে।
• দেহের ত্বকে ফুসকুড়ি বের হতে পারে।
•অসুস্থতার মাত্রা বৃদ্ধি পেলে দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় এবং বিভিন্ন অঙ্গ থেকে রক্তক্ষরণ হতে পারে। সঠিক চিকিৎসা না হলে মৃত্যুও হতে পারে।

স্ক্রাব টাইফাস রোগ নির্ণয়: Diagnosis of Scrub Typhus:

স্ক্রাব টাইফাসের লক্ষণগুলি অন্যান্য পরিচিত কিছু রোগের মত হওয়ার কারণে রোগ নির্ণয় করা কঠিন। একারণে রোগ নির্ণয় করার জন্য ডাক্তারি পরীক্ষার সাথে সাথে রক্ত পরীক্ষা করা প্রয়োজন।

রক্ত পরীক্ষা করার জন্য সাধারণত হাতের শিরা থেকে রক্ত গ্রহণ করা হয়। রক্তের নমুনা সংগ্রহ করার আগে, কোন বিশেষ প্রস্তুতির প্রয়োজন হয় না। একদিনের মধ্যেই রিপোর্ট জানা যায়।

স্ক্রাব টাইফাসের চিকিৎসা: Treatment of Scrub Typhus:

স্ক্রাব টাইফাসের লক্ষণ দেখা গেলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। সাধারণত ডক্সিসাইক্লিন Doxycycline টেট্রাসাইক্লিন Tetracycline ইত্যাদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এছাড়া ক্লোরামফেনিকল Chloramphenicol, অ্যাজিথ্রোমাইসিন Azithromycin, রক্সিথ্রোমাইসিন Roxithromycin ইত্যাদি অ্যাণ্টিবায়োটিকও ভালো কাজ করে।

স্ক্রাব টাইফাস রোগ প্রতিরোধ: Prevention of Scrub Typhus:

রোগ প্রতিরোধের প্রথম ধাপ হল এই রোগ সম্পর্কে সচেতন হওয়া। এই রোগের কোন ভ্যাকসিন এখনো পর্যন্ত তৈরি হয়নি। যেহেতু এই রোগের বাহক চিগার মাইট ঝোপঝাড়ে থাকে, তাই ঝোপঝাড় থেকে দূরে থাকা কাম্য। দেহের সকল অংশ ঢাকা দেওয়া পোশাক পরিধান করা উচিত। বাড়ির মধ্যে থাকা উদ্ভিদের উপর মাকড় নাশক ওষুধ প্রয়োগ করা যেতে পারে। পোকামাকড় বিতরক ওষুধ ব্যবহার করা যেতে পারে। পারমিথ্রিন Permethrin, বেনজাইল বেনজোয়েট Benzyl Benzoate ইত্যাদি ওষুধ মাকড় বিতরক হিসেবে ব্যবহার করা হয়। ত্বকে ওষুধ প্রয়োগ না করে পোশাকে প্রয়োগ করা উচিত। স্ক্রাব টাইফাস আক্রান্ত অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলা ভালো।

মন্তব্য

স্ক্রাব টাইফাসের কোন লক্ষণ দেখা গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনে স্ক্রাব টাইফাস টেস্ট করুন। সঠিক সময় চিকিৎসা করালে স্ক্রাব টাইফাস থেকে কোন বিপদের সম্ভাবনা নেই। এই রোগ থেকে সহজেই সুস্থ হয়ে ওঠা সম্ভব।