রক্ত পরীক্ষা Blood Testরোগ ও ব্যাধি Health Conditionল্যাব টেস্ট Lab Test

হেপাটাইটিস সি পরীক্ষা: Hepatitis C Testing:

হেপাটাইটিস সি পরীক্ষা: Hepatitis C Testing:

লিভার অর্থাৎ যকৃতে প্রদাহ যকৃতে হওয়াকে হেপাটাইটিস বলে। হেপাটাইটিসের সাধারণ কারণ হল ভাইরাসের আক্রমণ। বিভিন্ন কারণে হেপাটাইটিস হলেও, হেপাটাইটিস সি ভাইরাসের দ্বারা সৃষ্ট হেপাটাইটিসের গুরুত্ব একটু আলাদা। এই প্রতিবেদনে হেপাটাইটিস সি পরীক্ষার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কি পরীক্ষা করা হয়? What is being tested?

লিভার ‘হেপাটাইটিস সি’ এর আক্রমণ হয়েছে কিনা, সেটা জানতে এবং ‘হেপাটাইটিস সি’ এর চিকিৎসা করার সময় এই পরীক্ষা করা হয়। চিকিৎসার অগ্রগতি সম্পর্কে ধারণা পেতে সাহায্য করে হেপাটাইটিস সি টেস্ট।

হেপাটাইটিস সি শনাক্ত করার জন্য যে সকল পরীক্ষাগুলি আছে তার মধ্যে সর্বাপেক্ষা প্রচলিত পরীক্ষাটি হল হেপাটাইটিস সি অ্যান্টিবডি টেস্ট। এরপর যে পরীক্ষাটি করা হয় সেটি হল হেপাটাইটিস সি ভাইরাল আর এন এ টেস্ট। (Hepatitis C Viral RNA Test).

‘হেপাটাইটিস সি’ এর ইনফেকশন থেকে সুস্থ হয়ে উঠলেও হেপাটাইটিস সি অ্যান্টিবডি টেস্ট (Hepatitis C Antibody Test) পজিটিভ হয়। একারণে হেপাটাইটিস সি ভাইরাল আর এন এ টেস্ট করে রোগীর দেহে এই মুহূর্তে ভাইরাস আক্রমণ কি পর্যায়ে আছে সেটা জেনে নেওয়া যায়। রোগীর চিকিৎসার প্রয়োজন আছে কিনা বা চিকিৎসার ফলে রোগীর কতটা উন্নতি হল, সেটা সম্পর্কে ধারণা পেতে হেপাটাইটিস সি ভাইরাল আর এন এ টেস্ট করা প্রয়োজন। এর সাথে লিভার ফাংশন টেস্ট (Liver Function Test) করলে আরও ভালোভাবে রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

‘হেপাটাইটিস সি’ কখন পরীক্ষা করা হয়? When is hepatitis C tested?

যে সকল ব্যক্তিদের হেপাটাইটিস রোগের লক্ষণ দেখা যাচ্ছে অর্থাৎ তাদের জন্ডিস রোগের লক্ষণ দেখা যাচ্ছে তাদের এই টেস্ট করা দরকার। যাদের রক্তে বিলিরুবিনের মাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি, যারা লিভারের রোগে ভুগছেন, তাদের এই পরীক্ষা করা প্রয়োজন।

এছাড়া যে সকল ব্যক্তি রক্ত, অঙ্গ, টিসু ইত্যাদি গ্রহণ করেছেন বা দান করেছেন, তাদের এই টেস্ট করা উচিত। যারা বারে বারে ডায়ালিসিস করছেন, যারা সিরিঞ্জের মাধ্যমে ড্রাগ গ্রহণ করেছেন তাদের এই পরীক্ষা করা উচিত। এছাড়া যারা রক্তরস দ্বারা উৎপন্ন ওষুধ গ্রহণ করেছেন তাদের এই টেস্ট করা প্রয়োজন। হেপাটাইটিস সি ভাইরাস দ্বারা আক্রান্ত মহিলার জন্ম দেওয়া শিশুর হেপাটাইটিস সি অ্যাণ্টিবডি অবশ্যই টেস্ট করা অবশ্যই প্রয়োজন।

যে সকল ব্যক্তি স্বাস্থ্য পরিষেবা প্রদান করার সাথে যুক্ত আছেন অর্থাৎ ডাক্তার, নার্স, ল্যাবরেটরি টেকনোলজিস্ট, সেই সকল স্বাস্থ্য-কর্মীদের এই পরীক্ষা মাঝে মাঝে করা প্রয়োজন।

পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা: What does the test result mean?

হেপাটাইটিস অ্যাণ্টিবডি পরীক্ষার ফলাফল সাধারণত পজিটিভ বা নেগেটিভ, এভাবে প্রকাশ করা হয়। হেপাটাইটিস সি ভাইরাল আর এন এ টেস্টে ভাইরাস না পাওয়া গেলে নেগেটিভ বা নট ডিটেকটেড এভাবে রিপোর্ট লেখা হয়। কিন্তু ভাইরাসের আর এন এ পাওয়া গেলে সংখ্যায় লেখা হয়। অর্থাৎ কত পরিমাণ ভাইরাস উপস্থিত আছে সেটা লেখা হয়।

হেপাটাইটিস সি অ্যাণ্টিবডিহেপাটাইটিস সি ভাইরাল আর এন এসিদ্ধান্ত
নেগেটিভ—————–দেহে হেপাটাইটিস সি ভাইরাসের আক্রমণ ঘটেনি।
পজিটিভনেগেটিভদেহে হেপাটাইটিস সি ভাইরাসের আক্রমণ ঘটেছিল কিন্তু বর্তমানে সক্রিয় সংক্রমণ নেই।
পজিটিভ বা হালকা পজিটিভপজিটিভদেহে বর্তমানে হেপাটাইটিস সি ভাইরাসের সক্রিয় সংক্রমণ আছে।

সাধারণত হেপাটাইটিস সি অ্যান্টিবডি টেস্টের রিপোর্ট পজিটিভ হলে তবেই হেপাটাইটিস সি ভাইরাল আর এন এ টেস্ট করতে দেওয়া হয়। দুটি টেস্ট রিপোর্ট একসাথে তুলনা করে রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়।

হেপাটাইটিস সি ভাইরাল আর এন এর পরিমাণ পরীক্ষা করে হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসায় রোগীর উন্নতি কতটা হচ্ছে সেটা বোঝা যায়। ভাইরাসের পরিমাণ কমলে ওষুধ ভালো কাজ করছে বলে মনে করা হয়।